রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পাঁচ বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার তাকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার রাতে উপজেলার বুড়িরহাট হাবু কুটির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটির মা হামিদা খাতুন ও বাবা আব্দুল রহিম জানিয়েছেন, গেলো মঙ্গলবার রাতে একই গ্রামের শরীফুল নিজের ঘরে ডেকে নিয়ে তাদের মেয়েকে ধর্ষণ করেন। এসময় শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে তারা ওই শিশুকে উদ্ধার করেন।
শিশুটির পরিবারের অভিযোগ, স্থানীয় মাতব্বররা বিষয়টি ধামাচাপা দিতে তাদেরকে অর্থের প্রলোভন দেখান। এতে তারা রাজি হন না। একপর্যায়ে তাদেরকে আটক করে রাখা হয়। স্থানীয় সন্ত্রাসীদেরকেও লেলিয়ে দেয়া হয় তাদের পেছনে যাতে তারা থানায় গিয়ে মামলা করতে না পারেন।
পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে মেয়েটির বাবা শিশুটিকে রমেক হাসপাতালে ভর্তি করেন।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিন্নাত আলী বলেন, ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনাটি শুনেছি। এ ঘটনায় শিশু ধর্ষণ আইনে একটি মামলা করা হবে।
কে/এসএস